Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
34রস্ক উপকূলে মৃত আয়লান কুর্দির পড়ে থাকার ছবি প্রকাশ করে যখন মানবতার বিপন্নতা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে প্রশ্ন তোলা হচ্ছে, ঠিক সেই সময় আয়লানকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে শাার্লি হেবদো নতুন বিতর্কের জন্ম দিয়েছে বলে উল্লেখ করেছে মরক্কোর সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ। তবে অনেকে আবার চার্লি হেবদোর বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়ে বলছেন ব্যঙ্গচিত্রগুলোতে আয়লানকে নয়, বরং ইউরোপকে উপহাস করা হয়েছে। শার্লি হেবদোতে প্রকাশিত আয়লানের ব্যঙ্গচিত্রটি প্রকাশ করে মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে আয়লান কুর্দিকে নিয়ে দুটি বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে। প্রথম ব্যঙ্গচিত্রে মৃত আয়লানের পড়ে থাকার দৃশ্যটি একে বলা হয়েছে, ‘ম্যাকডোনাল্ড হ্যাপি মীল-একটির মূল্যে দুটি শিশুর খাবারের মেন্যু।’ এর টাইটেল দেওয়া হয়েছে ‘তার লক্ষ্যের খুব কাছাকাছি।’ দ্বিতীয় ছবির টাইটেল দেওয়া হয়েছে, ‘ইউরোপ যে খ্রিস্টানদের তার প্রমাণ’ আর তার সঙ্গে যুক্ত করা ব্যঙ্গচিত্রে দেখানো হয়েছে ছোট্ট শিশুটি ডুবে যাচ্ছে। অন্যদিকে ‘যিশুর আদলে’ এক ব্যক্তি দাঁড়ানো। তিনি বলছেন- ‘খ্রিস্টানরা, পানির উপর দিয়ে হাঁটো। আর মুসলিম শিশুরা, ডুবে যাও।’ মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শার্লি হেবদোর এই দুটি ব্যঙ্গচিত্র নিয়ে প্রচ- সমালোচনা হয়েছে। এই ধরণের পদক্ষেপকে ‘অসম্মানজনক’ হিসেবে উল্লেখ করেছে অনেক টুইটার ব্যবহারকারী। মরক্কো নিউজের প্রতিবেদনটির নিচেও মন্তব্য করেছেন অনেকে। একজন ক্ষোভ জানিয়ে লিখেছেন, ‘সভ্য বিশ্বের সবচেয়ে অসভ্যতা।’ কেউ বলছেন, ‘শার্লি তার স্বাভাবিকতা হারিয়েছে।’ মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে চলতি বছর সন্ত্রাসবাদী হামলার শিকার হয় শার্লি হেবদো। মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে বিভিন্ন সময়েই বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রকাশ করে আসছে তারা।