খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক সাংবাদিক নঈম নিজাম ও প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নড়াইলের এক আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজ্রিস্ট্রেট-১ এর বিচারক মো. জাকারিয়া এ পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ম পৃষ্ঠায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মিকু ২০১২ সালের ৩ জুন ১০ কোটি টাকার মানহানি মামলা করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই মামলার শুনানির দিন ধার্য ছিল।