খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫ ঢাকা: আগামী ২৮ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
উল্লেখ্য, হজ নিয়ে মন্তব্য করায় দলীয় পদ হারানোর পর লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদও বাতিলের উদ্যোগ নিতে স্পিকারকে অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সে মোতাবেক স্পিকার বিরোধটি নিষ্পত্তির জন্য সিইসিকে চিঠি পাঠালে শুনানির ব্যবস্থা করে ইসি। সেই শুনানিতে অংশ নিয়ে পদত্যাগের ঘোষণা দেন লতিফ সিদ্দিকী।
এরপর গত ১ সেপ্টেম্বর স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। গত ৩ সেপ্টেম্বর তার আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।