Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
44পাবনার ঈশ্বরদীতে সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্র“পের মুখোমুখি অবস্থান নেয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম মঙ্গলবার বিকাল ৪ টায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল সাড়ে তিনটা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত দাশুড়িয়া এম এম উ”চ বিদ্যালয় মাঠ ও তার আশ পাশের এলাকায় ১৪৪ বলবৎ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমাল কুমার দাশ জানান, দুই গ্র“প মুখোমুখি অবস্থান নেয়ায় অপ্রিতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলীয় সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মালিথা গ্র“পের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। জেলা বিএনপির কার্যকরী সদস্য অধ্যাপক কেএম রবিউল ইসলাম রবি জানান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদারের মদদে শামসুদ্দিন মালিথা গ্র“প মঙ্গলবারের সম্মেলনে কাউন্সিল না করে পকেট কমিটি করার উদ্যোগ নেয়ায় প্র¯‘তি নিতে থাকে। এই খবর জেনে হাবিব গ্রপের সমর্থকরা পাল্টা প্র¯‘তি নিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মালিথা বলেন, তাদের শান্তিপূর্ণ সম্মেলনের প্র¯‘তি চলছিলো। কিন্ত জেলা বিএনপির মৎস বিষয়ক সম্পাদক নেফাউর রহমান রাজু এই সম্মেলনে বিশৃঙ্খলা হতে পারে এই অভিযোগ ইউএনও বরাবর করলে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির মৎস্য সম্পাদক নেফাউর রহমান রাজু বলেন, আমি লিখিত কোনো অভিযোগ দেইনি। সম্মেলনের নামে তারা যে পকেট কমিটি করার পাঁয়তারা করছিল তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করলে পুলিশ আমাদের নিষেধ করে। তখন আমরা প্রশাসনের কাছে মৌখিকভাকে অপর পক্ষের সমাবেশ বন্ধের দাবি জানিয়েছিলাম।