Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
47অবৈধভাবে ছুরি রাখার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশের একটি টহল দল। গতকাল সোমবার রাত ২টার দিকে রাজশাহীর কলাবাগান এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন রাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক জহিরুল হক জাকির এবং ছাত্রলীগকর্মী রেজাউল করিম রাজু। এঁদের মধ্যে রাজু বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জাকির মার্কেটিং বিভাগের এমবিএর শিক্ষার্থী। এ বিষয়ে জানতে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। পরে সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, রাজশাহীর কলাবাগান এলাকায় জাকির ও রাজুকে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে দেখে পুলিশের একটি টহল দলের সন্দেহ হয়। তাঁদের তল্লাশি করা হলে একটি ছুরি পাওয়া যায়। পরে তাঁদের আটক করে বোয়ালিয়া থানায় রাখা হয়েছে।