খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
রংপুরে একইসঙ্গে তিন ছেলে সন্তান জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক গৃহবধূ। এবার প্রথম মা হলেন ওই নারী। মঙ্গলবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রংপুরের একটি ক্লিনিকে তিন ছেলে সন্তানের জন্ম দেন শিরিন। বর্তমানে মা ও তার সন্তানেরা সুস্থ আছে বলেন জানিয়েছেন চিকিৎসকরা। গাইনি চিকিৎসক সহকারী অধ্যাপক শাহী ফারজানা তাসমীনের নেতৃত্বে একদল চিকিৎসক রংপুরের ‘দেশ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে’ ওই নারীর অপারেশনের দায়িত্বে ছিলেন। ডা. শাহী ফারজানা তাসমীন জানান, রংপুরের মাহিগঞ্জ এলাকার নুরুল হকের স্ত্রী শিরিন আক্তার প্রসব বেদনা নিয়ে রোববার ক্লিনিকে ভর্তি হন। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন যে তিনি একইসঙ্গে তিন সন্তানের মা হতে চলেছেন। তিনি জানান, মঙ্গলবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিরিন আক্তার একসঙ্গে তিনটি ছেলে সন্তান জন্ম দেন। প্রথম সন্তানের ওজন ২ কেজি ১০০ গ্রাম, দ্বিতীয় সন্তানের ১ কেজি ৭০০ গ্রাম এবং তৃতীয় সন্তানের ওজন ১ কেজি ২০০ গ্রাম। বর্তমানে মা ও তিন শিশু ভাই সুস্থ রয়েছেন। তিন সন্তানের বাবা নুরুল হক বলেন, ‘আমি তিন পুত্র সন্তান পেয়ে অত্যন্ত খুশি।’ শিরিন আক্তারের অপারেশনে বিশিষ্ট গাইনি চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শাহী ফারজানা তাসমীনের সাথে ছিলেন ডা. মুনমুন বেগম, ডা. রুবেল, ডা. ইভা, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. গোলাম আজম এবং কনসালটেন্ট অ্যানেসথেসিয়া ডা. এস. জামান।