Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
55প্রায় ২০ ফুট উপর থেকে লাফ দিয়ে কুম্ভ মেলায় অংশ নেয়া এক পূণ্যার্থীকে আত্মহত্যা থেকে বাঁচালো ভারতের এক পুলিশ সদস্য। মেলার সিসি ক্যামেরায় ধরা পড়ে ওই পুলিশ সদস্যের এ সাহসী কা-। ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, দেশটির মহারাষ্ট্র প্রদেশের নাশিক জেলার গোদাবাড়ি নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল মেলায় অংশ নেয়া ওই ব্যক্তি। এমন সময় মনোজ বারাহাতি (২৪) নামক এক পুলিশ সদস্য ওই নদীর ব্রিজ থেকে লাফ দিয়ে জীবন বাঁচায় আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তির। এ ঘটরার পরপরই স্থানীয় সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তা প্রবীণ গেদাম তার টুইটারে ওই পুলিশ সদস্যের ছবিসহ একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘একজন মানুষকে বাঁচাতে ২০ ফুট উপর থেকে লাফ দিলেন মনোজ বারাহাতি নামক এক পুলিশ সদস্য। আরও একটি জীবন রক্ষা হলো। তার সাহসিকতাকে স্যালুট।’ কুম্ভ মেলা ভারতে হিন্দু ধর্ম বিশ্বাসীদের একটি ধর্মীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীরা গঙ্গা নদীতে পূণ্যস্নান করে। মেলাটি প্রতি ৩ বছর পর পর অনুষ্ঠিত হয়। প্রতিবারই কয়েক মিলিয়ন হিন্দু ধর্মাবলম্বী অংশ নেয় এ মেলায়। মুম্বাই থেকে প্রায় ১০০ মাইল উত্তর পূর্বে অবস্থিত নাশিক জেলার এ মেলায় সর্বশেষ ২০০৩ সালে ২৯ জন পূণ্যার্থী প“লিত হয়ে মারা যায়।