Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
67পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে নতুন এ নোট ছাড়া হবে। যা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দেশে কার্যরত সরকারি-বেসরকারি বিভিন্ন তফসিলি ব্যাংকের ২০টি শাখা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের চারটি বুথ থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে বলে জানান নাজনীন সুলতানা। ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, এবার ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার নতুন নোট পাওয়া যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকা পর্যন্ত নিতে পারবেন।