Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
84পবিত্র ধর্মীয়স্থান আল আকসা মসজিদে ঢুকে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার এ নিয়ে টানা তৃতীয় বারের মতো ইবাদতরত ফিলিস্তিনিদের উপর বর্বরতা চালালো ইসরাইল। মঙ্গলবার সকাল থেকেই ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরাইলি সেনারা। এ সময় জোর করে মসজিদে প্রবেশের চেষ্টা করলে তাদের উপর টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোরে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এতে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। ফলে মসজিদে অবরুদ্ধ হয়ে পড়েন শতাধিক ফিলিস্তিনি। আহত হয় অন্তত ১৬ জন। ইহুদিদের ৩ দিনব্যাপী নববর্ষ অনুষ্ঠান রোজ হাসনা উপলক্ষে গত রোববার থেকে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।