খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীসহ সারাদেশে আজ বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। এবার ১৬-২২ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে সাত দিন, সব জেলা শহরে চার দিন মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথমবারের মতো ২৯টি উপজেলায় দু’দিন এবং ৫৭টি উপজেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় মেলাটি অনুষ্ঠিত হবে রাজধানীর অফিসার্স ক্লাবে। বুধবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
মেলায় আয়কর বিবরণী জমা দেওয়ার জন্য সব ধরনের সুযোগ-সুবিধাই থাকবে। তাই মেলায় করদাতারা সহজেই তাদের ২০১৫-১৬ করবর্ষের আয়কর বিবরণী জমা দিতে পারবেন। মেলায় ই-টিআইএন নিবন্ধন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে। একই সঙ্গে নতুন করদাতারা ই-টিআইএন নিবন্ধন ও পুরনো করদাতারা পুনরায় নিবন্ধন করতে পারবেন। এখানে করদাতারা এনবি আরের ওয়েবসাইট (িি.িহনৎঢ়ধুসবহঃ.ড়ৎম) ব্যবহার করে অনলাইনে নির্বিঘেœ আয়কর পরিশোধ করতে পারবেন। মেলায় থাকছে মুক্তিযোদ্ধা, মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক বুথ। মেলায় স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে করদাতারা তাদের আয়কর জমা দিতে পারবেন। করদাতাদের মেলা প্রাঙ্গণে আয়কর রিটার্ন, ই-টিআইএন আবেদন ফরম এবং চালান ফরম সরবরাহ করা হবে। থাকবে ই-পেমেন্টে সম্বলিত পৃথক বুথ। করদাতাদের সুবিধার্থে হেল্প ডেস্ক, তথ্যকেন্দ্র এবং আয়কর অধিক্ষেত্রে সংক্রান্ত বুথ থাকবে। এসব বুথের মাধ্যমে করদাতারা আয়কর রিটার্ন ফরম পূরণ, চালান ও পে-অর্ডার প্রস্তুতসহ আয়কর আইন বিষয়ক পরামর্শ প্রদান করা হবে। মেলা প্রাঙ্গণে করদাতাদের সুবিধার জন্য ফটোকপির ব্যবস্থা থাকবে। করদাতাদের শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই চলবে।