খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি এক শিশু (১২) ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক জুয়েল মাতুব্বরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ওস্থানীয়রা জানান , কয়েক দিন আগে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের পোড়াদহ গ্রামের একটি শিশু কন্যাকে গলার টিউমার অপারেশনের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ সেপ্টেম্বর (শনিবার) হাসপাতাল থেকে তার অপারেশনের তারিখ দেয়া হয় । সোমবার দুপুরে হাসপাতালের সংশ্লিষ্ট নার্স সালমা আক্তার শিশুটির গোসল করানোর কথা বলে হাসপাতালের পার্শ্বে তার বাসায় নিয়ে যায়। বাসায় অবস্থান করা নার্সের ভাই জুয়েল মাতুব্বর শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজের হাসপাতালের সামনে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে আসে। শিশুটি তার স্বজনের কাছে ধর্ষণের কথা জানালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন জানান, ধর্ষণের বিষয়টি নিয়ে মামলা হলে পুলিশ জুয়েল মাতুব্বরকে আটক করে।