Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
10লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় নিজ কার্যালয়ে খুন হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাকারিয়া ইসলাম (৪৬)।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৩৮ মিনিটে ছুরিকাঘাতের ঘটনার খবর পায় তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
তার স্বজনদের সূত্রে জানা গেছে, জাকারিয়া গ্রেটরেক্স স্ট্রিটের কার্যালয়ে ঝাড়-ফুঁকের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করতেন।
তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে। তিনি পূর্ব লন্ডনের মাইলএন্ড রোডের একটি বাসায় থাকতেন।