Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
11চিকিৎসার উদ্দেশে লন্ডন সফরে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার অবর্তমানে দলের সাংগঠনিক ও পুনর্গঠন প্রক্রিয়ায় দেখভাল করতে দলটির শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন। তবে নির্দিষ্ট করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে এসে মঙ্গলবার রাত ৯টার দিকে উপস্থিত সাংবাদিকদের এ সব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
খালেদা জিয়ার অবর্তমানে দলের কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘দায়িত্বর কোনো প্রশ্ন এখানে নেই। কারণ তিনি কিছুদিনের জন্য গেছেন। তবে দলে পুনর্গঠন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়ে গেছেন। চোখের চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন লন্ডন যাচ্ছেন। সেখানে ঈদ করে দেশে ফিরবেন।’
রাত ৮টা ৩৫ মিনিটে খালেদা জিয়া বিমানবন্দর এলাকায় পৌঁছান। বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে দলটির কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা বিমানবন্দর সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘প্রিয় নেত্রী’কে শুভেচ্ছা জানান। এমিরেটস এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-৫৮৫) একটি বিমানে রাত ৯টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
২০০৬ সালে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর লন্ডনে খালেদার এটি দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে তারেককে দেখতে তিনি লন্ডন গিয়েছিলেন।