খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
কিছুক্ষণের মধ্যেই সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
সেখান থেকে নেয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বুধবার সকাল ১০ টায় সেখানে মহসীন আলীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, জানাজা শেষে হেলিকপ্টারে করে তার লাশ সিলেটের মৌলভীবাজার নেয়া হবে।
এরপর, সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে তাকে দাফন করা হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টার দিকে মারা যান তিনি।
মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।