Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
36হাঙ্গেরির সীমান্তে শত শত অভিবাসী আটকে পড়েছে বলে খবর আসছে।
আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকাতে সার্বিয়ার সাথে সীমান্তে হাঙ্গেরি একটি উঁচু কাঁটাতারের বেড়া দেয়া সহ সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে।
দু দেশের সাথে সীমান্ত বন্ধ রয়েছে।
হাঙ্গেরির কর্তৃপক্ষ অভিবাসীদের গ্রেফতারের হুমকি দেয়ায় সার্বিয়া- হাঙ্গেরি সীমান্তে বিক্ষোভ করেছেন অনেক আশ্রয়প্রার্থী। কিছু শরণার্থী অনশনও করেছে। মরিয়া আশ্রয় প্রার্থীদের চাপ সামলাতে হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকায় জরুরী অবস্থা বলবত রয়েছে। তবে আশ্রয়প্রার্থীরা কাঁটাতারের বেড়া সরিয়ে নেবার আহবান জানাচ্ছেন।
ঐ এলাকা থেকে সংবা“াতা জেমস রেনল্ডস জানাচ্ছেন অনেকে কাঁটাতারের বেড়া পার হয়ে ঢোকার চেষ্টা করেছেন। আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকাতে জরুরী অবস্থা জারি করার মাত্র কয়েক ঘণ্টা আগে একটি নতুন আইনও পাশ হয়েছে।
তার পর পরই সীমান্তে কড়া নজর রাখা শুরু করেছে দেশটি।
কাঁটাতারের ওপারে আটকে পড়েছে শত শত অভিবাসী যাদের একটা বড় অংশ মূলত যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা শরণার্থী। সিরিয়া থেকে আসা অনেকেই বলছেন তাদের পক্ষে এখন আর ফিরে যাওয়াও সম্ভব নয় কারণ তাদের কাছে আর কোন অর্থ নেই।
অনেকে বলছেন তারা হাঙ্গেরির কাছে কিছুই চান না। তারা শুধু দেশটির রাস্তা ব্যাবহার করে অন্য কোথাও চলে যাবেন। সীমান্তে বিক্ষোভ আর প্রতিবেশী দেশগুলোর সমালোচনা স্বত্বেও কাঁটাতারের বেড়া আরো দীর্ঘ করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি।
সোমবার মধ্যরাতে নতুন আইনটি কার্যকর হওয়ার পর সার্বিয়ার সীমান্ত অঞ্চলে যে রেললাইন ক্রসিং পয়েন্ট দিয়ে হাজার হাজার মানুষ হাঙ্গেরিতে ঢুকছিল সেটিও বন্ধ করে দেয় পুলিশ।