Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
38বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি একের পর এক রেকর্ড নিজের পদতলে চূর্ণ করে আসছেন। এই ক্ষুদে জাদুকরের যেন নিত্য নতুন রেকর্ড গড়াই অভ্যাসে পরিণত করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মেসি।
আজ শুরু হচ্ছে নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের যুদ্ধ। তবে বার্সেলোনা নামছে একদিন পর। বুধবার রোমার বিপক্ষে মাঠে নামলেই শততম ম্যাচের মাইল ফলক অতিক্রম করবেন এই ফুটবল বিস্ময়।
চ্যাম্পিয়ন্স লিগে ২০০৪ সালে অভিষেক হয় মেসির। এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলে স্কোরবোর্ডে নাম লিখিয়েছেন ৭৭ বার। চার-চারবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতিয়েছেন দলকে।
১৫১ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড সাবেক বার্সা জাভি হার্নান্দেজের। অবশ্য তাকে ছুয়ে ফেলছে সাবেক রিয়াল গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াস। পোর্তোর হয়ে সমান ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।