খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
দুই দলেই রয়েছে জাতীয় দলের ক্রিকেটার। ভারত ‘এ’ দলে যেমনটি সুরেশ রায়না। বাংলাদেশ ‘এ’ দলে তো বেশ ক’জন। ভারত দলে সুরেশ রায়না ছাড়াও অনেকেই জিম্বাবুয়ে সফর বা বিভিন্ন সময়ে দলের সাথে ছিলেন। এককথায় আসন্ন দক্ষিণ আফ্রিকার সাথে হোম সিরিজের প্র¯‘তি সারবেন তারা এর মাধ্যমে।
বাংলাদেশ দলেরও অনেক লক্ষ্য। ওয়ানডে স্কোয়াডে যারা রয়েছেন, তারা দীর্ঘ দিন ম্যাচ পাচ্ছেন না বলে। আর তিন দিনের ম্যাচ মূলত অস্ট্রেলিয়াকে মোকাবেলার প্র¯‘তির জন্যই। ফলে দুই দলেরই অনেক লক্ষ্যমাত্রা সামনে রেখেই তিন ম্যাচের ওয়ানডে ও দু’টি তিন দিনের ম্যাচের সিরিজ। যার শুরু হচ্ছে আজ বুধবার ব্যাঙ্গালুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে।
বাংলাদেশ দলও গতকাল প্র¯‘তি সেরেছে ভেনুতে। গত সোমবার ঢাকা ত্যাগ করে পৌঁছায় তারা ব্যাঙ্গালুরে। ঢাকা ছাড়ার আগেই অধিনায়ক মুমিনুল হক বলেন, সব ম্যাচেই জয় চায় তার দল। বিশেষ করে ওয়ানডেতে জাতীয় দলের যে জয়ের ধারা, সেটি অব্যাহত রাখতে চান তারা এ সফরে। কারণ দলে সিনিয়র কয়েকজন ক্রিকেটার না থাকলেও ম্যাচ জয়ের মতো যথেষ্ট শক্তিশালী তার দল।
ওপেনিংয়ে সৌম্য সরকার, এনামুল বিজয়। এরপর লিটন কুমার দাস, রনি তালুকদার, মুমিনুল নিজে, নাসির হোসেন, শুভাগত হোমসহ বেশ অভিজ্ঞ সাইড। বোলিংয়েও তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আল আমিন ছাড়াও স্পিনে আরাফাত সানি, সাকলাইন সজিব যারা রয়েছেন, তারা ভারত ‘এ’ দলকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। বিশেষ করে ওপেনিংয়ে সৌম্য সরকার তার নিয়মিত তামিমকে ছাড়া কেমন করবেন তার একটা প্রদর্শনী হবে এ সিরিজে। বড় কথা বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস লাভের পর এখনো কোনো সুযোগই পায়নি দ্বিপক্ষীয় সিরিজ খেলার।
নাসির, মুমিনুলসহ যারা দলে রয়েছেন, বলার আর অপেক্ষা রাখে না এ সিরিজের মাধ্যমে কিছুটা হলেও সে স্বাদ বা ইচ্ছা পূরণ হবে এতে। ভারত ‘এ’ দলেও যারা রয়েছেন, এদের মধ্যে রায়না ছাড়াও জাতীয় দলের স্কোয়াডে ছিলেন, কেউ খেলেছেন তারাও আছেন। কাদের, যাদব, ধাওয়াল কুলকার্নি, মনিশ পান্ডে, করন শর্মা।
এ ছাড়াও আইপিএলের অভিজ্ঞতাসম্পন্ন ও রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে কড়া নাড়ছেন অনেকেই। ফলে এক কথায় ভবিষ্যতের তারকার সন্ধানে বা জাতীয় দলের স্থান পাকা করতে বা জাতীয় দলের ঢোকার পথ সুগম করতে এ সিরিজের গুরুত্ব দুই দলেরই। মুমিনুল বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দিলেও ভারত ‘এ’ দলের অধিনায়ক টপ অর্ডার ব্যাটসম্যান উনমুকুট ঠাকুর চাঁদ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলাটি।