Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
40মৌসুমের শুরুতে প্রথম কয়েক ম্যাচে গোল না পাওয়ায় মৃদু সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর সেটা যে পর্তুগিজ এই তারকাকে কতটা তাতিয়ে দিয়েছে, তা এখন স্পষ্টই বোঝা যাচ্ছে। তিন দিন আগে লা লিগায় এসপানিওলের বিপক্ষে পাঁচ গোল করার পর চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেও হ্যাটট্রিক করলেন টানা দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে ভর করে রিয়াল মাদ্রিদও ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে।
রিয়াল মাদ্রিদের মতো জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের শুভসূচনা করেছে জুভেন্টাস, প্যারিস সেইন্ট জার্মেইন ও আতলেতিকো মাদ্রিদ। হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ডের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যানসিটি ২-১ গোলে হেরে গেছে জুভেন্টাসের কাছে। ম্যানইউকে ৩-১ গোলে হারিয়েছে পিএসভি আইন্ডহোভেন। আতলেতিকো মাদ্রিদ ২-০ গোলের জয় পেয়েছে তুরস্কের গালাতাসারাইয়ের বিপক্ষে। প্যারিস সেইন্ট জার্মেইন ওই একই ব্যবধানে হারিয়েছে সুইডেনের ক্লাব মালমোকে।
নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে শুরুতে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ৩০ মিনিটের মাথায় শাখতারের জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধটা ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধে দারুণভাবে জ্বলে ওঠেন দলের সেরা তারকা রোনালদো। ৫০ মিনিটের মাথায় মিডফিল্ডার তারাস স্টেপানেঙ্কো লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় শাখতার। আর তার পুরো সুযোগ নিয়ে ৫৫, ৬৩ ও ৮১ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। প্রথম দুটি গোল করেছেন পেনাল্টি থেকে।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। প্রথম ম্যাচে বার্সা খেলবে ইতালির অন্যতম সেরা ক্লাব রোমার বিপক্ষে।