খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
সৈয়দ মহসিন আলীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন ফেসবুকে লিখেছেন ‘আর কোনো জার্নালিস্ট মহসিন আলীর বকা খাবেন না। উনি আর কোনো জার্নালিস্টের নিউজ সোর্স হবেন না।’ তিনি লিখেছেন, ‘একজন জার্নালিস্ট হয়ে বলছি, আপনারা সৈয়দ মহসিন আলীকে বুঝলেন না। উনিও আপনাদের বুঝিয়ে যেতে পারলেন না।’ ‘এ রকম একজন দুর্নীতিমুক্ত, সৎ এবং বহুমাত্রিক গুণাবলীর মানুষের কন্যা হওয়ার জন্য গর্ববোধ করি। আল্লাহ তুমি আমার বাবাকে ভালো রেখো।’ সোমবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মহসিন আলী। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। এক সাক্ষাতকারে সাংবাদিক ফরিদ হোসেন বলেছিলেন, ব্যক্তি মহসিন আলীকে অনেকেই চিনতে পারেননি। তিনি সাংবাদিক বন্ধুদের এতোই ভালোবাসতেন যে নিজের মেয়েকেও সাংবাদিকতায় পড়িয়েছেন। নিউমোনিয়া, কিডনিতে সমস্যা এবং ডায়াবেটিস রোগে মারাতœক অসুস্থ সমাজকল্যাণ মন্ত্রীকে গত ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ৪ আগস্ট রাতে হবিগঞ্জের মাধবকুন্ডে এক আলোচনা সভাতেই অসুস্থবোধ করেন মহসিন আলী। এরপরই মন্ত্রীকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।