Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
69সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। বুধবার সন্ধ্যায় তার মহদেহ ঢাকায় এসে পৌঁছাবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর ফরিদপুরে পল্লীকবি জসিম উদ্দীনের কবরের পাশে আমানকে দাফন করা হবে। আমানের বড় ভাই আসিফ মওদুদও নানা জসিম উদ্দীনের কবরের পাশে শায়িত রয়েছেন। পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেসইউং কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার দুপুরে এসব তথ্য জানান। তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ছেলের মরদেহ নিয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার স্ত্রী হাসনা মওদুদ আহমদ। এরপর সেখান থেকে গুলশানের বাসায় নেওয়া হবে মরদেহ। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের দেখানোর পর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। বৃহস্পতিবার বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণে আমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার তাকে নিয়ে যাওয়া হবে ফরিদপুরে। ওইদিন বাদ আসর নানা পল্লীকবি জসিম উদ্দীন ও বড় ভাই আসিফ মওদুদের কবরের পাশে দাফন করা হবে আমান মমতাজ মদুদকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমান মমতাজ মওদুদ। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে হার্ট অ্যাটাক হয় আমানের। এরপর অবস্থার অবনতি হলে সোমবার রাতে ছেলেকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে রওনা দেন মওদুদ আহমদ ও হাসনা মওদুদ। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মঙ্গলবার ভোর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে মারা যান আমান মমতাজ মওদুদ। এদিকে ব্রিটিশ নাগরিক হওয়ায় সিঙ্গাপুরে ব্রিটিশ হাইকমিশন আমান মমতাজ মওদুদের মৃত্যুর কারণ অনুসন্ধানে দেশটির সরকারকে অনুরোধ করে। সিঙ্গাপুর সরকার আমানের মরদেহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার সকালে মওদুদ আহমদ ও হাসনা মওদুদের কাছে হস্তান্তর করে।