Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
71রংপুরের মিঠাপুকুরে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় আহত হয়েছে ১৫ জন। এ সময় সিপিবি-বাসদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। আর ঘটনাস্থল থেকে পুলিশ সংগঠন দুইটির জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস ও নারী নেত্রী মৌসুমী আক্তার মৌসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে। বুধবার দুপুর ১২ টার দিকে মিঠাপুকুর বাজার সংলগ্ন বাস্ট্যান্ড এলাকায় সিপিবি-বাসদ নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করতে গেলে এ ঘটনা ঘটে। সিপিবি-বাসদ নেতাকর্মীরা অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছে। তবে মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সদস্যরা তাদের কর্মসূচির নিকটে গেলে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। তখন তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়।