খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
ব্যাট হাতে খেলেছিলেন ৫৮ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস। শেষপর্যায়ে গুরকিরাত সিংয়ের এই ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৩২২ রানের বড় সংগ্রহ গড়েছিল ভারত। শেষে বল হাতেও বাংলাদেশের সর্বনাশ করেছেন পাঞ্জাবের এই অলরাউন্ডার। পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়েছেন ২২৬ রানে। ফলে হতাশা দিয়েই শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ৯৬ রানে। ৩২৩ রানের দুরূহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই জোড়া ধাক্কা খেয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। টানা দুই বলে সৌম্য সরকার ও এনামুল হককে আউট করেছেন শ্রীনাথ অরবিন্দ। এক ওভার পর রনি তালুকদারকেও সাজঘরমুখী করেছেন ভারতের এই বাঁহাতি পেসার। চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক মুমিনুল ও সাব্বির রহমান। কিন্তু ১৩তম ওভারের প্রথম বলে মুমিনুলকে আউট করে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দিয়েছেন ঋষি ধাওয়ান। ১৯ রান করে ফিরে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। ২৫ রান করে ধাওয়ানেরই শিকার হয়েছেন সাব্বির। এরপর ষষ্ঠ উইকেটে ১২০ রানের জুটি গড়ে ভালোই প্রতিরোধ গড়েছিলেন নাসির ও লিটন। কিন্তু টানা দুই ওভারে এই দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন গুরকিরাত সিং। ৫২ রান করে আউট হয়েছেন নাসির। লিটন খেলেছেন ৭৫ বলে ৭৫ রানের লড়াকু ইনিংস। গুরকিরাতের অফস্পিনের ঘূর্নিতে খুব অল্প সময়ের মধ্যেই সাজঘরের পথ ধরতে হয়েছে বাকি তিন ব্যাটসম্যান রুবেল হোসেন, আরাফাত সানি ও তাসকিন আহমেদকে। ৭.৩ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন গুরকিরাত। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসনের ৭৩, গুরকিরাত সিংয়ের ৬৫, ঋষি ধাওয়ানের ৫৬ ও মায়নক আগারওয়ালের ৫৬ রানের সুবাদে স্কোরবোর্ডে ৩২২ রান জমা করে ভারত ‘এ’ দল। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম। বাংলাদেশ ‘এ’ দলে মুমিনুল হকের নেতৃত্বে খেলেছেন নাসির হোসেন (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক, লিটন দাস, রুবেল হোসেন, রনি তালুকদার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও আরাফাত সানি। ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’ দল।