খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ হারের হতাশায় এমনিতেই কিছুটা নুয়ে আছে অস্ট্রেলিয়া। অবসর নিয়ে ফেলেছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, রায়ান হ্যারিস, ব্রাড হাডিন ও শেন ওয়াটসন। ইনজুরির কারণে দলের বাইরে থাকতে হচ্ছে ওপেনার ডেভিড ওয়ার্নারকে। একেবারেই তারুণ্যনির্ভর একটা দল নিয়েই বাংলাদেশ সফরে আসতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। আর সেই সুযোগ খুব ভালোমতো কাজে লাগাতে চান মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের জন্য এটাই সেরা সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। এ বছর বাংলাদেশ একের পর এক লিখেছে ক্রিকেট রূপকথা। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেছে নক আউট পর্বে। ঘরের মাটিতে ধরাশায়ী করেছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোকে। তবে সেই সবই একদিনের ক্রিকেটের কীর্তি। টেস্ট ক্রিকেটে এখনো অনভিজ্ঞতার ছাপ ঘোঁচাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে তাই বলে একেবারেই দমে যাচ্ছেন না মুশফিক। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোর এর চেয়ে ভালো সুযোগ আর আসবে বলে আমার মনে হয় না। আমরা এই বছরে খুব ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছি। সেজন্যই এত সাফল্য পেয়েছি। কাজেই আমাদের মূল লক্ষ্যটা হবে সেই ধারাবাহিকতা রক্ষা করা।’ ওয়ানডে সিরিজ হলে হয়তো আত্মবিশ্বাসটা আরো বেশি থাকত বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের। কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান এখনো খুব বেশি সমৃদ্ধ হয়ে ওঠেনি। মুশফিক অবশ্য নিজেদের সক্ষমতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘আমরা এখন যে রকম ক্রিকেট খেলছি তাতে যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে জয় কোনো অসম্ভব ব্যাপার নয়। টেস্ট ক্রিকেটটা ওয়ানডের চেয়ে আলাদা। কিন্তু আমাদের প্রত্যাশার পারদ অনেকখানি উপরে উঠেছে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলে চারটিতেই হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। এর মধ্যে তিনটি ছিল ইনিংস ব্যবধানের হার। এবার পরিস্থিতিটা কেমন হয় সেটা দেখার জন্যই উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামে ৯ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ১৭ তারিখ থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।