Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
87দেশব্যাপী অনুষ্ঠিত আয়কর মেলার প্রথম দিনে ১৫৩ কোটি ২০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর মেলায় সেবা নিয়েছেন ৫৭ হাজার ব্যক্তি ও কোম্পানি শ্রেণীর করদাতা। মেলা সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মেলা সচিবালয় সূত্র জানায়, মেলার প্রথম দিনে ৫৭ হাজার ব্যক্তি সেবা নিয়েছেন। এর মধ্যে ১৪ হাজার ৯৯৮ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এর বিপরীতে ১৫৩ কোটি ২০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। অন্যদকে নতুন ২ হাজার ৭০৫টি ই-টিআইএন ইস্যু করা হয়েছে। আর ৮২৭ জন করদাতা টিআইএন নতুন করে রি-রেজিস্ট্রেশন নিয়েছেন। এ প্রসঙ্গে কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মেলার প্রথম দিনের রাজস্ব আদায় নিয়ে সন্তুষ্ট। আশা করছি, মেলার বাকি দিনগুলোতে আরও বেশি করদাতা মেলায় সেবা নিতে আসবেন। বুধবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এবার বিভাগীয় শহরে সাত দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। জেলা শহরে চার দিন, ২৯টি উপজেলায় দুই দিন এবং ৫৭টি উপজেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।