পুত্র শোকে শোকাহত বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য, সাবেক উপ-রাষ্ট্রপতি,সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় রাজনীতিক ব্যারিষ্টার মওদুদ আহমেদ-কে সান্তনা দিতে আজ বুধবার রাতে তার বাসভবনে উপস্থিত হয়েছিলেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।
নেতৃবৃন্দ শোকাহত ব্যারিষ্টার মওদুদ আহমেদকে সান্তনা প্রদান করেন এবং পুত্র আমান মওদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।