খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
অভিবাসনপ্রত্যাশীদের সার্বিয়া-হাঙ্গেরি সীমান্ত এলাকা থেকে সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করছে হাঙ্গেরির দাঙ্গা পুলিশ। বুধবার রাতে বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, সার্বিয়ার হোরগস শহরের কাছে সীমান্তের একটি পয়েন্ট দিয়ে হাঙ্গেরিতে প্রবেশের জন্য সেখানে জড়ো হয়েছেন শত শত অভিবাসনপ্রত্যাশী। কিন্তু হাঙ্গেরির দাঙ্গা পুলিশ সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ করতে না দেওয়ায় সেখানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিবদনে বলা হয়েছে, জোরপূর্বক অভিবাসনপ্রত্যাশীরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে তাদের হটিয়ে দিচ্ছে। জবাবে অভিবাসনপ্রত্যাশীরাও পাথর ও পানির বোতল ছুড়ে মারছে। হাঙ্গেরি সরকার বলছে, সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে হামলায় এখন পর্যন্ত তাদের ২০ পুলিশ সদস্য আহত হয়েছে। অন্যদিকে হাঙ্গেরির সীমান্তের ওপারে সার্বিয়ায় অবস্থানরত অভিবাসনপ্রত্যাশীদের অনেকে, যারা হাঙ্গেরির দাঙ্গা পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছে, সার্বিয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে জরুরি চিকিৎসা সেবা নিয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।