খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
গাজীপুরে ব্যবসায়ীকে আটকে রেখে একটি গরু বোঝাই ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, কুরবানির উপলক্ষে হাঁটে উঠানোর জন্যে গরু বোঝাই ঐ ট্রাকটি ঢাকায় আনা হচ্ছিল।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনা ইতিমধ্যে তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা। জড়িতদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।