খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
রেজিস্ট্রাট প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকদের আগামী ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত একটি রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ রায় দেয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকট আশুতোষ কুমার সানা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
পরে শিক্ষকদের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, ৩৬৭টি রিট আবেদনের শুনানি নিয়ে আদালত ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে বলেছে। এসব রিটে বিচারপ্রার্থীর সংখ্যা প্রায় ১০,০০০ জন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উপজেলাভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে উল্লেখ করা হয়। এ নিয়োগ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে ২০১২ সালের ৯ এপ্রিল পরীক্ষায় উত্তীর্ণ ৪২,৬১১ জনের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে ২০১২ সালের ২১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এক পরিপত্রে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছিল।
এরপর ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়। এরপর প্যানেলভুক্ত থেকেও নিয়োগ না পাওয়ায় নওগাঁর ১০ জন ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ও নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।
তারা হলেন- শফিকুল ইসলাম, হাফিজ আল আসাদ, রওশন জাহান, রওনক জাহান, লতিফা হেলেন, মঞ্জুয়ারা খাতুন, খালেদুজ্জামান, মোসা. কামরুন্নাহার, আবুল খায়ের ও মঞ্জুর মোর্শেদ।
রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৮ জুন তাদের নিয়োগ দিতে নির্দেশ দিয়ে ইউনিয়নভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয়।
এর বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ অন্যরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। বৃহস্পতিবার তা খারিজ হয়।