Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
50রাজধানীর অপরাধীদের মামলা ও অপরাধের ধরন সনাক্ত করে তা সংরক্ষণের জন্য প্রতিটি থানাকে সফটওয়্যার নির্ভর ‘ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)’ এ জোড় দেওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিকভাবে ডিএমপির আটটি মডেল থানাকে এজন্য নির্বাচিত করা হবে। পরবর্তীতে সব থানাকে এর আওতায় আনা হবে।
ডিএমপির সদর দফতরে মাসিক অপরাধ বিষয়ক সভায় কমিশনার আছাদুজ্জামান মিয়া এই নির্দেশনা দেন। সভায় উপস্থিত থাকা পুলিশের একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, ডিএমপির যে আটটি থানায় এই পদ্ধতি চালু হবে সেসব থানার কর্মকর্তাদের এ বিষয়ে এক সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন থানায় কর্মরত সব উপ-পরিদর্শককে (এসআই) কম্পিউটার চালাতে পারদর্শি হতে হবে। তা না হলে তাদের মামলা তদন্ত করতে দেওয়া হবে না। এমনকি পদোন্নতিও পাবেন না।
সফটওয়্যার সম্পর্কে কর্মকর্তারা জানান, এই পদ্ধতিতে অপরাধীদের সব তথ্য সংরক্ষণ করা হবে। দেশের যেকোনও থানা থেকে ডিএমপির এই ‘ক্রিমিনাল ডাটাবেজে’ প্রবেশ করে অপরাধীদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে। কোনও অপরাধী একাধিক মামলার আসামি থাকলে এখান থেকে তা জানা যাবে। মামলার সর্বশেষ অবস্থা, চার্জশিট ও উদ্ধারকৃত আলামতের তথ্যও এখানে সংরক্ষণ থাকবে।
ডিএমপির একজন ডিসি জানান, প্রযুক্তিবান্ধব কর্মকর্তাদের দিয়ে ওই থানার সব ধরনের মামলা ও অপরাধ সংক্রান্ত তথ্য একটি সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিন সংরক্ষণ করবেন। তথ্যগুলো কেন্দ্রীয়ভাবে মনিটর করা যাবে।
এই ব্যবস্থায় কী ধরনের সুফল পাওয়া যেতে পারে বা কীভাবে এই পদ্ধতিতে পুলিশ কাজ করবে জানতে চাইলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘কয়েক বছর ধরেই পুলিশ সিডিএমএস পদ্ধতিতে কাজ করছে। তবে এবারের ক্রাইম কনফারেন্সে এই পদ্ধতিতে কাজ করতে পুলিশকে জোর দেওয়া হয়েছে।’
তিনি জানান, ‘এই পদ্ধতিতে থানায় কোনও মামলা হলে তার বিস্তারিত তথ্য পুলিশ কম্পিউটারে সংরক্ষণ করবে। ওই মামলায় কেউ গ্রেফতার হলে তার প্রয়োজনীয় তথ্যও সংরক্ষিত থাকবে। কোনও অপরাধী এক এলাকায় অপরাধ করে পালিয়ে গিয়ে আরেক এলাকায় অপরাধ করলে পুলিশের কাছে থাকা সফটওয়্যারের মাধ্যমে তার আগের অপরাধের ডাটাও পেয়ে যাবে।’
তিনি আরও জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন থানাগুলো প্রাথমিকভাবে মামলা সংক্রান্ত তথ্যগুলো কম্পিউটারে সংরক্ষণ করে থাকেন। সিডিএমএস পদ্ধতিতে সফলতা আসলে পরবর্তীতে ধীরে ধীরে তারাও নিজ থানার প্রতিটি মামলার তথ্য বিস্তারিতভাবে কম্পিউটারে সংরক্ষণ করবেন।
আগামী সপ্তাহের শুরুতে বিভিন্ন থানার কর্মকর্তারা সিডিএমএস পদ্ধতি সম্পর্কে সপ্তাহব্যাপী প্রয়োজনীয় প্রশিক্ষণে অংশ নেবেন বলে জানান মহানগর পুলিশের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম।
ভবিষ্যতে অপরাধ সংক্রান্ত মামলা তদন্তে প্রযুক্তিবান্ধব কর্মকর্তারা এগিয়ে থাকবেন বলেও জানান তিনি।