Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
52মন্ত্রী এবং পুলিশের কর্তাব্যক্তিদের নির্দেশ এখনো যথযথভাবে প্রতিফলিত হয়নি। পথে-পথে গরুবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হচ্ছে। এই চাঁদাবাজদের তালিকায় পুলিশও রয়েছে। শুধু পুলিশ একা নয়, দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় গরুবাহী একটি ট্রাক আসতে পথে-পথে চাঁদা দিতে হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নামেও চাঁদা তোলা হচ্ছে। তবে গত বছরের তুলনায় ট্রাক প্রতি এবার চাঁদার অঙ্ক কম বলে জানিয়েছেন অনেকে গরু ব্যবসায়ী। এছাড়া মন্ত্রী, এমপি, সচিব এমন কি প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মোবাইল নম্বরের সিম ক্লোন বা হুবহু একই নম্বর থেকে কল করে বিভিন্ন জায়গায় চাদাঁবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধ করছে একটি চক্র। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুসন্ধানে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। এ ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য বড় হুমকি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জয়দেবপুরে রাজশাহী থেকে নোয়াখালীগামী একটি ট্রাক ১৯টি গরুসহ ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে জয়দেবপুরের মীরের বাজার এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। বিশেষ করে উত্তরাঞ্চলে বন্যাকবলিত চরাঞ্চলে কৃষকের গরু ডাকাতির ঘটনা ঘটছে অহরহ। ‘ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে চাঁদাবাজি করলে তা বরদাশত করা হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বলেছেন, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কেউ চাঁদাবাজি করলে এবং এ বিষয়ে অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে সহযোগী সংগঠনগুলোকে নির্দেশ দেন তিনি। ১২ সেপ্টেম্বর কোরবানির পশুবাহী গাড়িতে যে কোনো ধরনের চাঁবাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে চট্টগ্রামের লোহাগড়ায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন কোরবানির পশুরহাট ও পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে। আমি এ ব্যাপারে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছি। চাঁদাবাজ-সন্ত্রাসীরা যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।’ ১৪ সেপ্টেম্বর পশুবোঝাই যানবাহনের দিকে চাঁদাবাজদের চোখ তুলে না তাকাতে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম পুলিশ সুপার (সিএমপি) একেএম হাফিজ আক্তার। পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স দেখাবে বলেও হুঁশিয়ার করেন তিনি। চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কোরবানির ঈদের আগে গরুর ট্রাকে ও মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফকরুল ইসলাম। ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা চত্বরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশে তিনি এ কথা জানান। কাগজপত্র তল্লাশির নামে কোরবানির গরুবাহী কোনো ট্রাক আটকে চাঁদাবাজি করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কিছুদিন আগে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। একটি জাতীয় দৈনিকের খবর থেকে জানা যায়, পথে-পথে চাঁদাবাজি ও ভারতীয় গরুর স্বল্পতার কারণে এবার কোরবানির পশুর দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গরু ব্যবসায়ী, হাট ইজারাদার ও গরু পরিবহনের সঙ্গে সম্পৃক্তরা বলেন, একে এবার ভারতীয় গরুর আমদানি অনেক কম, তার ওপর চাঁদাবাজি। এ দুই কারণে গত বছরের তুলনায় এবার গরুর দাম চড়া হতে পারে। তাদের মতে, চাঁদাবাজি ঠেকাতে পারলে দাম কিছুটা কম হতে পারে। গোয়ালন্দ উপজেলা শাখা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ম-লের লোকজন কোরবানির গরুবাহী প্রতিটি ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করছে বলে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ ঘাট দিয়ে শতাধিক ট্রাক ফেরি পার হয়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে, কোরবানির গরুবাহী ট্রাকও তত বাড়ছে গোয়ালন্দ ঘাটে। তবে গত বছরের তুলনায় গরুবাহী ট্রাক এ বছর কম আসছে, বিশেষ করে ভারতীয় গরু। গরু ব্যাপারিদের অভিযোগ, এখনো পশুর হাট শুরুই হয়নি। তার আগেই চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তারা বলেন, কুড়িগ্রাম থেকে ঢাকায় এক ট্রাক গরু আনতে ট্রাক ভাড়া লাগছে কমপক্ষে ২২ থেকে ২৪ হাজার টাকা। এর বাইরে পথে-পথে চাঁদা গুনতে হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। কোনো কোনো ক্ষেত্রে এই চাঁদার অঙ্ক আরও বেশি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা আরেক বেপারি দুলাল মোল্লা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা আসতে অন্তত ১৪টি স্পটে চাঁদা দিতে হয়েছে। স্পটভেদে ৫০ থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে। সব মিলিয়ে প্রায় ২ হাজার ৩০০ টাকা চাঁদা দিতে হয়েছে। তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়, শিবগঞ্জ, রাজশাহীর সুলতানগঞ্জ, গোদাগাড়ী, চারঘাট, জুলনপুর, খড়খড়ি, বগুড়া শহরের চেকপোস্ট, যমুনা সেতুর আগে রায়পুরসহ অনেক স্থানে চাঁদাবাজদের হাট বসেছে। এর মধ্যে শিবগঞ্জসহ কমপক্ষে তিনটি স্পটে ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হচ্ছে। প্রায় অভিন্ন কথা বলেন নীলফামারীর সজল, কুষ্টিয়ার বিশু ম-লসহ অনেকেই। নীলফামারী থেকে গরু নিয়ে এসেছেন সজল। তিনি অভিযোগ করেন, গাবতলী গরুর হাট পর্যন্ত পৌঁছাতে চাঁদা বাবদ তাকে দেড় হাজার টাকা দিতে হয়েছে। এ ছাড়া ঢাকায় ঢুকেও আরেক দফা গুনতে হয় চাঁদা। রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় তিনটি পয়েন্টে ট্রাফিক পুলিশকে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা দিতে হয়েছে বলে জানান একাধিক গরু ব্যবসায়ী। এ ছাড়া হাট এলাকায় গরু নামানোর সময়ও নির্দিষ্ট হারে গুনতে হয় চাঁদার টাকা। এদিকে রাজশাহী, নাটোরসহ বিভিন্ন স্থানে ভারত থেকে আসা গরুর শুল্ক আদায়ে তৈরি শুল্ক করিডোরে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, এসব শুল্ক করিডোর দিয়ে শুধু ভারতীয় গরুর শুল্কায়ন করার কথা। তবে করিডোরের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সব গরু ব্যবসায়ীকেই হয়রানি করছেন। অনেক সময় দেশের অভ্যন্তরের বিভিন্ন জেলা থেকে আনা গরুর ট্রাক ছাড়তেও গড়িমসি করছেন তারা। কোরবানির গরুবাহী ট্রাক থেকে চাঁদা আদায়কালে গত শুক্রবার বগুড়া শহরের সাতমাথা এলাকার শেরপুর সড়ক থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা হলোÑ আসাদুজ্জামান নূর ওরফে অনন্ত ও মাহমুদ হাসান। গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী কোরবানির গরুবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করছিল তারা। কাগজপত্র যাচাইয়ের নামে গরুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগে রংপুরের মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির এটিএসআই আবদুল হককে সোমবার প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, গরুবাহী দুটি ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছিলেন তিনি।