খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
প্রায় নতুন আঙ্গিকের একটি দল নিয়ে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলাদেশ সফরটাকে অস্ট্রেলিয়া দল পরীক্ষা নিরীক্ষার একটি উপলক্ষ্য হিসেবে দেখছে কিনা। তবে এমন কোনও সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিলেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ, ‘অবশ্যই না, প্রত্যেকটি টেস্টই আমরা জিততে চাই, প্রত্যেকটা সিরিজই আমরা জেতার জন্য খেলি, বাংলাদেশ সফরও এর ব্যতিক্রম নয়।’ এমনকি বাংলাদেশ সফরটাকে কঠিন এক পরীক্ষাই মনে করছেন স্মিথ, ‘সেখানে খেলাটা কঠিন হবে, নিজেদের আঙ্গিনায় তাঁরা বেশ ভাল ক্রিকেট খেলেছে। এটা হতে যাচ্ছে কঠিন একটা সফর, তবে আশা করি আমরা ভাল প্রস্তুতি নিয়ে কণ্ডিশনের সাথে মানিয়ে নেব আর সফল একটা সফর করবো।