Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

779A3655খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আজ (সেপ্টেম্বর ১৭, ২০১৫) এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর ৯৬তম শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং পৌরসভা মেয়র এডভোকেট মোঃ জালাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি বলেন, এক্সিম ব্যাংক ইতোমধ্যেই দেশের ব্যাংকিং সেক্টরে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে। তিনি পাকুন্দিয়ায় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে ভূমিকা রাখার জন্য এক্সিম ব্যাংকের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান পাকুন্দিয়াকে কৃষি অঞ্চল উল্লেখ করে এক্সিম ব্যাংকÑকে কৃষি বিনিয়োগের পরামর্শ দেন এবং সিএসআর কার্যক্রমে এক্সিম ব্যাংক-কে শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে অভিহিত করেন।

সভাপতির বক্তব্যে হায়দার আলী মিয়া ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান, গ্রাহকবান্ধব বিনিয়োগ ও আমানত সেবাসমূহ সম্পর্কে আলোচনা করেন। একইসাথে তিনি সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদানসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও স্বীকৃতির বিষয় তুলে ধরে স্থানীয় ব্যবসায়ীদেরকে এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হকসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।