Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
 খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫   ঢাকা: ভ্যাট অনলাইন প্রকল্পে সংহত মূসক প্রশাসন সিস্টেম (আইভাস) নামক একটি সফটওয়্যার ক্রয়ে চুক্তি সই করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কাকরাইল ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেমের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের চুক্তিটি আজ বুধবার সই হয়।

ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান ও এফপিটি ইনফরমেশন সিস্টেমের সিইও থান পং লাশ চুক্তিপত্রে সই করেন।

এ সময় ঢাকার দুই সিটি করপোরেশন মেয়র, ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন কুয়াঙ থুক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

আইভাস ব্যবহার করে ২০১৬ সালের জানুয়ারি থেকে অনলাইনে ভ্যাট নিবন্ধন ও ভ্যাট আদায় করা হবে।