Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
77নানীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন পল্লীকবি জসীমউদ্দীনের নাতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মওদুদ। সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত পল্লীকবির মাজার প্রাঙ্গণে নানী মমতাজ জসীমউদ্দীনের (পল্লীকবির স্ত্রী) কবরের পশ্চিম পাশে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে কবর দেওয়া হয়। এর আগে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারে করে আমান মওদুদের মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে তার নানা পল্লীকবির বাড়ি সংলগ্ন কুমার নদের পাড়ে জসীম উদ্যানে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান অম্বিকাপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর আওয়াল। এরপর মৃতদেহ পল্লীকবির মাজার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এ সময় আমান মওদুদের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ, কবির মেয়ে আসমা তৌফিক জসীমউদ্দীন, কবির ছেলে খুরশিদ আনোয়ার, সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক সাংসদ বিএনপি নেতা শাহ মো. আবু জাফর, ফরিদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত ১৯৮০ সালের ৩০ মার্চ মওদুদ আহমদের আরেক ছেলে আসিফ মওদুদ মাত্র ১২ বছর বয়সে মারা যান। তাকেও তার নানা পল্লীকবি জসীমউদ্দীনের কবরের পশ্চিম পাশে কবর দেওয়া হয়। উল্লেখ্য আমান মওদুদ (৩৮) অসুস্থ হয়ে পড়লে গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া পথে গত মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। গত বুধবার রাতে সিঙ্গাপুর থেকে তার লাশ বাংলাদেশে আনা হয়।