খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
আমেরিকার ফ্লোরিডার ব্রুকভিলে এক নারীর ঘরে ৩,৫০০ টি বিভিন্ন আকৃতির ছুড়ি, চাকু এবং তলোয়ার পাওয়া গেছে । এই মার্কিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিকোল ডাইকেমা নামের এই নারীর বিরুদ্ধে বিপুল পরিমান অস্ত্র থাকার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরই প্রক্ষিতে নিকোলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু বিশাল বিশাল ম্যাসেটি এবং তলোয়ার নিয়ে তাদের উপর ঝাপিয়ে পরেন ওই নারী। পুলিশ নিজেদের বাঁচাতে বাড়িতে থাকা কয়েকটি ময়লার ব্যাগ ছুঁড়ে মারেন নারীর দিকে। এরইমধ্যে বেশ কয়েকটি ছুরি এবং চাকু বের করে ফেলেন এই নারী। পুলিশ জানায়, প্রায় পাঁচ ঘণ্টা এবাভে চলার পর ডাইকেমাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে সাড়ে তিন হাজার মারাত্মক সব ধারালো অস্ত্র খুঁজে পাওয়া গেছে।