খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন বাংলাদেশে। আর তার স্ত্রী উম্মে আহমেদ শিশির আছেন সাত সমুদ্র তেরো নদীর ওপারে- যুক্তরাষ্ট্রে। অপেক্ষায় আছেন, নিজেদের প্রথম সন্তানের। এ সময় তিনি মিস করছেন সাকিবকে আর তার সঙ্গে কাটানো দারুণ সময়কে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এমনটাই জানালেন শিশির। সাকিবের সঙ্গে নিজের পুরনো কোনো একদিনের ডিনারের ছবি আপলোড করে ফিলিং স্যাড ইমোটিকেশন দিয়ে শিশির লিখেছেন, ‘সেসব দিন মিস করি ভীষণ।