খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর : মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এখন উজ্জিবিত। কেন্দ্রের নির্দেশ অনুযায়ি ওয়ার্ড থেকে শুরু করে সকল পর্যায়ে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। কমিটি গঠনে গণতান্ত্রিক পন্থায় তৃর্ণমূলের মতামতকে প্রাধান্য দেয়ায় নেতা-কর্মীদের উৎসাহ উদ্দিপনায় এবার ভিন্ন মাত্রা যোগ হয়েছে। মামলা-হামলায় নির্জীব হওয়া নেতা-কর্মীদের উপস্থিতিতে আবার দলীয় অফিস এবং হাট-বাজারের চায়ের দোকান সরব হয়ে উঠেছে।
উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত মঠবাড়িয়া উপজেলায় ওয়ার্ড সংখ্যা ১০৮টি। স্থানীয় দলীয় অফিস সূত্রে জানাগেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। বাকী ৯৯টি ওয়ার্ডের কমিটি গঠনের কাজ চলছে। চলতি মাসের মধ্যে ১১টি ইউনিনের কমিটি গঠন সম্পন্ন হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। উপজেলা নেতৃবৃন্দ কয়েকটি টিমে বিভক্ত হয়ে প্রতিদিন কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। নব গঠিত কোন কমিটির বিরুদ্ধে এখন পর্যন্ত কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। কমিটিতে মামলা-হামলার শিকার, ত্যাগী ও তরুনদের প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানাগেছে।
উপজেলার টিকিকাটা ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন জানান, তৃর্ণমূল নেত-কর্মীদের মতমতকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করা হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে। সংগঠন মজবুত হলে বর্তমান অবৈধ সরকারের বিদায়ও তরান্বিত হবে বলে তিনি মনে করেন।
মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা কে এম হুমায়ুন কবির জানান, বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নির্যাতনের শিকার, ত্যাগী এবং তরুনদের প্রাধান্য দিয়ে গোপন ব্যালটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে দল পূনর্গঠন করে অতীতের ন্যায় দুর্বার আন্দোলন করে বর্তমান অবৈধ সরকরকে ক্ষমতা থেকে বিদায় দেয়া হবে।