Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
91জাতীয় আয়কর মেলার দ্বিতীয় দিন শেষে রাজধানীসহ সারা দেশ থেকে ৫২৬ কোটি ৭৮ লাখ ৩২ হাজার ৩৪১ টাকা আয়কর আদায় হয়েছে । মেলার প্রথম দিন আদায় হয়েছিল ১৫৩ কোটি ২০ লাখ এক হাজার ৯৬২ টাকা। আর দুইদিনে আয়কর আদায় হলো ৬৭৯ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৩০৩ টাকা। বৃহস্পতিবার এনবি আরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন। এনবি আর সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিন পর্যন্ত আয়করের বিপরীতে রিটার্ন জমা পড়েছে ১৭ হাজার ২১৮টি। এ সময় সারা দেশে এক লাখ ৪৩ হাজার ২৩৯ জন করদাতাকে সেবা প্রদান করেছে এনবি আর। মেলার দ্বিতীয় দিন করদাতারা অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। সূত্র জানায়, এ দিন সারা দেশে ৯৬ হাজার ৩২০ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ৩ হাজার ২২৮ জন। ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছেন ১৬৮ জন। মেলার দ্বিতীয় দিন আয়কর রিটার্ন জমা পড়েছে ১৭ হাজার ২১৮টি। বৃহস্পতিবার রাজধানীসহ সব বিভাগ, ৪৭টি জেলা, ১৯টি উপজেলায় (১২টিতে ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপি (১৬-২২ সেপ্টেম্বর) আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলায় করদাতাদের সেবা প্রদানের লক্ষ্যে ১৭২টি বুথ ও ৫৬টি হেল্পডেস্ক রয়েছে। মেলায় করদাতারা আয়কর বিবরণী জমা দেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে। ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন সুবিধাসহ আয়কর বিবরণ, ই-টিআইএন আবেদন ফরম এবং চালান ফরম বুথ থেকে সরবরাহ করা হচ্ছে। মেলায় করদাতারা তাদের ২০১৫-১৬ করবর্ষের আয়কর রির্টান জমা দিতে পারবেন। আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীন চলবে। তবে আগামীকাল শুক্রবার জুমার নামাজের জন্য দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি থাকবে। করদাতাদের উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এই মেলার আয়োজন করছে এনবি আর।