বৃহঃ. মে ২, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
97বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে গণমাধ্যমের সম্পাদক-সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মানহানির মামলা হওয়ায় সাংবাদিকতার পেশায় এক ধরনের অনাহুত চাপ বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের নামে নড়াইলের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০১২ সালে ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শীর্ষক এক প্রতিবেদনকে কেন্দ্র করে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় আমরা উদ্বিগ্ন। সাংবাদিকরা পাঠকদের কাছে সত্য উন্মোচন করবেন। কিন্তু সেক্ষেত্রে তাদের আইনি ঝামেলায় দৌড়ঝাঁপের মধ্যে ফেলা গণমাধ্যমের স্বাধীন বিকাশকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের বিরুদ্ধে করা মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান বিএনপি মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *