কামরুল হাসান, ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নতুন পুলিশ সুপার ফারহাত আহমেদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আজ বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পাইলট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় সুধি সমাজ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ থানার ওসি কে এম শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময়ে অংশনেন ঠাকুরগাও পুলিশ সুপার ফারহাত আহমেদ, সাবেক সাংসদ ইমদাদুল হক, প্রধান শিক্ষক মফিজুল হক সহ অনেকে।
এ সময় ঠাকুরগাঁও জেলার এসপি ফারহাত আহমেদ, বাল্য বিবাহ, ইপটিজিং, যৌতুক ও মাদক দ্রব্য প্রতিরোধ বিষয়ে ছাত্র -ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ওসি কে এম শওকত হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।