কামরুল হাসান, ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁও প্রেসক্লবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব হলরুমে এ সভা অনুস্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাবেক সভাপতি সৈয়দ মেরাজুল হোসেন, আখতার হোসেন রাজা, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খান, কার্যকরি কমিটির সদস্য হারুন অর রশিদ, সদস্য মনসুর আলী, ফিরোজ আমিন সরকার, ফজলে ইমাম বুলবুল, কামরুল ইসলাম রুবাইয়াত প্রমুখ।
সভায় গঠনতন্ত্র সংশোধনী বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি আলোচনা শেষে সভা মুলতবি ঘোষণা করেন। ঈদের পরে মুলতবি সভা অনুষ্ঠিত হবে।