খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
২০২৪‘র অলিম্পিক গেমসের বিডিংয়ে হাড্ডাহাড্ডি লড়াই-ই দেখা যাবে। ব্রম্মা-ের সর্ববৃহৎ এ ক্রীড়া আসর আয়োজনের মর্যাদা পেতে এতে লড়াই করছে বিশ্বের পাঁচটি শহর। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত ছিল ১৬ই সেপ্টেম্বর। গতকাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানায়, ২০২৪‘র অলিম্পিক বিডিংয়ে প্রতিদ্বন্দিবতা করছে ফ্রান্সের প্যারিস, ইতালির রোম, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হাঙ্গেরির বুদাপেস্ট ও জার্মানির হামবুর্গ। ২০১৭ সালে পেরুতে হবে এর ভোটাভুটি।