খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের নাগরিক সানিয়া মির্জা ও শোয়েব মালিক। রাষ্ট্রীয় বৈরিতা উপেক্ষা করেই তাঁরা জড়িয়েছিলেন বিবাহবন্ধনে। সেই মিলন সার্থকও হয়েছে অনেকভাবে। দুই ক্রীড়াঙ্গনের দুই জনপ্রিয় তারকা প্রায়ই একে অপরকে অনুপ্রেরণা জোগান। একই সঙ্গে ‘ভালো খেলতে হবে’ এ প্রত্যাশার পারদও চড়িয়ে দেন। সম্প্রতি টেনিস অঙ্গনে সানিয়ার দারুণ সাফল্য ঠিক এমনই মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের মধ্যে। এ বছর মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে সানিয়া জিতেছেন দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা। উইম্বলডনের পর গত সপ্তাহে জিতে নিয়েছেন ইউএস ওপেন নারী দ্বৈতের শিরোপা। গত এপ্রিলে প্রথম ভারতীয় নারী হিসেবে টেনিস দ্বৈত র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সানিয়া। আর এ সাফল্যগুলো দারুণ অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁর জীবনসঙ্গী শোয়েব মালিককে। পাকিস্তানের এই ক্রিকেটার বলেছেন, ‘সানিয়ার ইউএস ওপেন জয় আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে জিম্বাবুয়ে সফরে ভালো করার জন্য। ক্রিকেটে আরো ভালো করতে হবে, এমন বাড়তি চাপও তৈরি করেছে।’ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাকিস্তানের জিম্বাবুয়ে সফর। এ সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান। ২০১০ সালে অনেক হৈচৈ তুলে বিয়ে করেছিলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের এ দুই ক্রীড়া তারকা।