খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
চিকিৎসার বাইরেও লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে দলের অভ্যন্তরীণ সংস্কার নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। ষড়যন্ত্র করতে বিএনপি চেয়ারপারসন লন্ডনে গেছেন আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই জনগণের সঙ্গে ষড়যন্ত্র করেছে। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হান্নান শাহ বলেন, “সারাদেশ এখন একটি বৃহৎ কারাগার। এখানে মানুষের সবকিছুর স্বাধীনতা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের কোনো জবাবদিহিতা নেই।” হান্নান শাহ অভিযোগ করে বলেন, “বিরোধী দলকে দমন করতে সরকার তাদের দলের ক্যাডারদের হাতে সাত হাজার অবৈধ অস্ত্র দিয়েছে। অথচ এসব অস্ত্র তাদের ব্যবহার করার কোনো অধিকার নেই। একদিন সরকারকে এজন্য জবাবদিহি করতে হবে।” দেশে এখন বোরকা পরা বাকশাল চলছে এমন দাবি করে তিনি বলেন, “পত্রিকায় দেখলাম সরকারের কিছু কিছু মন্ত্রী হতাশায় ভুগছেন। আসলে সত্য কথা হলো অনেক মন্ত্রী এখন হতাশায় ভুগছেন। কিন্তু তারা সত্য কথা বলছেন না। কারণ মন্ত্রীরা এলাকায় গিয়ে দেখছেন জনগণ এখন তাদের বিরুদ্ধে একটি সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে প্রস্তুত হয়ে আছে।” দলের চেয়ারপারসনের লন্ডন সফর নিয়ে বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, “একেকজন অনেক কথা বলছেন। কেউ বলছেন চিকিৎসার জন্য গেছেন। কেউ আবার বলছেন, ঈদ করতে গেছেন। এটা ঠিক যে বহুদিন পর মা-ছেলের দেখা হবে। তিনি পরিবারকে সময় দেবেন। তাই বলে সারাদিন তারেক রহমানের মেয়ে জায়মা-জায়মা করবেন না। তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দলের অভ্যন্তরীণ সংস্কার নিয়ে কথা বলবেন।” সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি প্রধানের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।