Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
49ব্যাট হাতে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতেও দারুণ চমক দেখিয়েছেন নাসির হোসেন। ১০ ওভার বল করে মাত্র ৩৬ রানের বিনিময়ে নিয়েছেন পাঁচটি উইকেট। নাসিরের এই দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ভর করে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল পেয়েছে ৬৫ রানের জয়। ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.২ ওভারের মধ্যে ১৮৭ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস।
জয়ের জন্য ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ধীরস্থিরভাবেই করেছিলেন ভারত ‘এ’ দলের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও উন্মুক্ত চাঁদ। প্রথম আট ওভারে যোগ করেছিলেন ৩১ রান। অষ্টম ওভারের শেষ বলে এই জুটি ভাঙেন রুবেল হোসেন। আউট করেন ২৪ রান করা আগারওয়ালকে। দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে ভারতকে ভালো অবস্থায় নিয়ে যান অধিনায়ক উন্মুক্ত ও মনীষ পান্ডে। ২৮তম ওভারে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান নাসির। ৫৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান উন্মুক্ত। এটিই শেষপর্যন্ত হয়ে গেছে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস।
দুই ওভার পর মনীষকে (৩৬) বোল্ড করেন রুবেল। ৩৪তম ওভারে নাসির দেন জোড়া ধাক্কা। এক ওভারেই সাজঘরে ফেরান ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না (১৭) ও করুন নায়ারকে (৪)। দুজনকেই স্টাম্পিং করেছেন উইকেটরক্ষক লিটন দাস। পরের ওভারেই সঞ্জু স্যামসনকে বোল্ড করে ভারতকে চাপের মুখে ফেলে দিয়েছেন রুবেল। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ঋষি ধাওয়ান (০) ও রুশ কালারিয়া (৫)। দুজনই হয়েছেন নাসিরের শিকার। রুবেল আউট করেছেন কর্ণ শর্মাকে (২)। আর ভারত ‘এ’ দলের শেষ ব্যাটসম্যান গুরকিরাত সিংকে (৩৪) বোল্ড করেছেন আল-আমিন হোসেন।