খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের দূগর ক্যাম্প এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়েম (৩৫) নামে ওই বাংলাদেশির মৃত্যু হয়। সায়েম জয়পুরহাট সদরের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের আ. বারিকের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সায়েম মারা যান। এ ঘটনায় আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সাইদুর রহমান জানান, নিহত সায়েম পেটে ও পায়ে গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় শজিমেকে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার দুপুরে বিএসএফ’র গুলিতে আরও চার বাংলাদেশি আহত হন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, সদরের রামকৃষ্ণপুর গ্রামের কৃষ্ণ মার্ডির ছেলে পরিমল মার্ডি, একই গ্রামের খালেকুলের ছেলে ফারুক হোসেন (২৮), আনোয়ার হোসেনের ছেলে আবু জাফর বিদ্যুৎ (২০) ও শ্রী কৃষ্টের ছেলে নির্মল চন্দ্র (৩৫)। বিজিবির ভুটিয়াপাড়া ক্যাম্প ও হাসপাতালে ভর্তি আহতরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের দূগর এলাকার জিরো পয়েন্টের একটি খালে স্থানীয় দুই যুবক মাছ ধরতে যান। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। এতে দ্রুত তারা পালিয়ে গ্রামের ভেতর চলে আসেন। পরে ক্ষিপ্ত বিএসএফ সদস্যরা তাদের পিছু নিয়ে অন্তত ৪শ’ গজ গ্রামের ভেতর প্রবেশ করে। তারা এলোপাথাড়ি গুলিও করে। এ সময় পায়ে, পেটে ও পিঠে গুলিবিদ্ধ হন পাঁচজন।