খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটের সিটি ট্রান্সফরমারে শক সার্কিট হয়ে বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের সাথে সাথে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫ নং ইউনিটসহ বেসরকারী ৪টি কুইক রেন্টাল ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটসহ দমকল বাহিনীর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে ।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হঠাৎ করে সিটি ট্রান্সফরমারে বিস্ফোরন ঘটে আগুন লেগে যায়। সাথে সাথে ৫ নম্বর ইউনিটসহ বেসরকারী ৪টি কুইক রেন্টাল ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ দমকল বাহিনী নিজস্ব ইউনিট আগুন নেবানোর কাজ শুরু করে। আর বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো চালুর চেষ্টা চলছে জানান তিনি।