Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
6অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড এবং টাইমস্কেল বাদ দেওয়ার প্রতিবাদে আজ শনিবার ও আগামীকাল রোববার সারাদেশে দুদিনের কর্মবিরতি পালন করবেন সরকারি কলেজ শিক্ষকরা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং কাল রোববার একই সময়ে দেশের সব সরকারি কলেজ, সংশ্লিষ্ট শিক্ষা দফতর ও অধিদফতরের কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষক-কর্মকর্তারা এই কর্মবিরতি পালন করবেন।
জানা গেছে, কলেজ শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতির কারণে পিছিয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, অনিবার্য কারণে শনিবার ও রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ দুদিন মাস্টার্সের একাধিক বিষয়ের পরীক্ষা ছিল বলে জানা গেছে।
বিসিএস শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার গতকাল আমাদের অর্থনীতিকে বলেন, সিলেকশন গ্রেড বন্ধ করায় আমাদের ক্যাডারে পদ ‘অবনমন’ হয়েছে। শিক্ষা ক্যাডারের অধ্যাপকরা পদোন্নতির পদ হিসেবে চতুর্থ গ্রেডে বেতন পান। এর মধ্যে থেকে ৫০ ভাগ অধ্যাপক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেডে উন্নীত হন। কিন্তু সিলেকশন গ্রেড বন্ধ করে দেওয়ায় অধ্যাপকরা চতুর্থ গ্রেড থেকে অবসরে যেতে হবে। শুধু তাই নয়, প্রায় একবছর পূর্বে শিক্ষা ক্যাডারের সর্বো”চ পদ প্রথম গ্রেডে উন্নীত করে সরকার। কিন্তু নতুন বেতন স্কেল অনুযায়ী এ ক্যাডারের কোনো কর্মকর্তাই আর প্রথম গ্র্রেডে উন্নীত হতে পারবেন না।
তিনি বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আন্দোলনে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। বিশেষ ক্যাডার বলে খ্যাত এমন এক শ্রেণির কর্মকর্তাদের ষড়যন্ত্রের কারণে আমাদের পদকে ‘অবনমন’ করা হয়েছে। এ কারণে কাল সারাদেশের ৩০৫টি সরকারি কলেজসহ সংশ্লিষ্ট দফতর-অধিদফতরে পূর্ণদিবস কর্মবিরতি পালন কর্মসূচি ডাকা হয়েছে।
এর আগে গত সপ্তাহে বিসিএস শিক্ষা সমিতির এক জরুরি সভায় এই কর্মসূচি ঠিক করা হয়। অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পদ ‘অবনমন’সহ কয়েকটি দাবিতে কর্মবিরতির মতো কর্মসূচির ডাক দেন সরকারি কলেজ শিক্ষকরা।
অন্যদিকে, একই দাবিতে আন্দোলন করে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।