Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
7খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় ডাকাতিতে বাধা দেওয়ায় ইলিয়াস হোসেন (৭০) ও তার মেয়ে পারভীন সুলতানাকে (২৬) হত্যা করেছে ডাকাতরা। পারভীন সুলতানা এক্সিম ব্যাংকের খুলনা শাখার ক্যাশ অফিসার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লবনচরার মোহাম্মদ নগর সংলগ্ন বুড়ো মৌলভীর দরগা এলাকায় ইলিয়াস হোসেনের নিজ বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ডাকাতরা কী পরিমান মালামাল বা অর্থ লুট করেছে, তা জানা যায়নি।
নিহত ইলিয়াস হোসেনের ছেলে রেজাউল ইসলাম বিপ্লব জানান, ডাকাতরা তার বাবা ও বোনকে মেরে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রেখে যায়।
খুলনার সহকারী পুলিশ কমিশনার জিয়া উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, একদল সংঘবদ্ধ ডাকাত দল বৃদ্ধ ইলিয়াস হোসেনের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা টের পেয়ে চিৎকার করতে থাকলে তারা প্রথমে ইলিয়াস হোসেনকে ও তার মেয়ে পারভীনকে হত্যা করে। এরপর ঘরের মালামাল ও আসবাবপত্র তছনছ করে লুটপাট চালায়। তবে ডাকাতরা কী পরিমান মালামাল বা অর্থ লুট করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
লবনচরা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আলামত সংগ্রহ করছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি শুধু ডাকাতি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।