খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
ঘৃণিত হওয়ার জন্য কেউ উঠেপড়ে লাগে? এমন প্রশ্নে হয়তো অনেকেই বিরক্ত হবেন। সবাই চায় মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে। কে মানুষের ঘৃণার পাত্র হতে চায়। তবে যুক্তরাষ্ট্রের লেখক, কলামিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার অ্যান কোল্টার হয়তো দেশটির সবচেয়ে ঘৃণিত হওয়ার ব্রত নিয়েই নেমেছেন। আর এ ক্ষেত্রে বেশ সফলও বলতে হবে তাঁকে।
যুক্তরাষ্ট্রের সব জাতিসত্তার মানুষ, রাজনীতি ও রাজনীতিবিদ নিয়ে বিতর্কিত সব মন্তব্য করে ঘৃণার তালিকা দীর্ঘ করছেন অ্যান কোল্টার। ইহুদি থেকে শুরু করে প্রেসিডেন্ট ওবামা কেউ তাঁর বিরূপ মন্তব্য থেকে বাদ যাননি। চলতি সপ্তাহে তাঁর সব বিতর্কিত মন্তব্য টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় তোলে।
ইহুদি ভোটারদের হাত করতে রিপাবলিকানদের উদ্যোগের সমালোচনা করে অ্যান কোল্টার বলেন, ‘তোমরা মনে কর যুক্তরাষ্ট্রে কত (এফ বর্ণ দিয়ে গালি) ইহুদি আছে।’ টুইটারে ওই বিতর্কিত মন্তব্য নিয়ে বেশ সমালোচনা হয়। তবে সমালোচনার গা লাগিয়ে প্রতিটি কথার সঙ্গে এফ বর্ণ দিয়ে গালি যুক্ত করা অব্যাহত রেখেছেন অ্যান। #IStandWithAnn এই হ্যাশট্যাগে টুইটারে অ্যানের বিতর্কিত মন্তব্যগুলো পাওয়া যায়। ওই হ্যাশট্যাগে অনেকেই ইহুদিদের কটাক্ষ করেও বিভিন্ন মন্তব্য করেছেন। অ্যানের টুইটার হ্যাশট্যাগে ছয় লাখ ছয় হাজার ফলোয়ার, যার অনেকেই অ্যানের মতোই বিরূপ মনোভাব পোষণ করেন।
ইহুদিদের নিয়ে অ্যানের বিরূপ মন্তব্য এই প্রথম নয়। এর আগে ২০০৭ সালে সিবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে অ্যান কোল্টার মন্তব্য করেন, তাঁর স্বপ্নের আমেরিকায় সবাই হবে খ্রিস্টান। তিনি চান সব ইহুদি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবে। ইহুদিমুক্ত বিশ্ব চান কি না এমন প্রশ্নের উত্তরে অ্যান বলেন, তিনি ইহুদিদের পরিবর্তন চান।
চলতি বছরের শুরুতে মেক্সিকোর ফিউশন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান কোল্টার মেক্সিকানদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আইএসের হাতে মারা না পড়তে চাইলে মধ্যপ্রাচ্যে যেতে মানা করব। কিন্তু কোনো মেক্সিকানের হাতে মারা যেতে না চাইলে আমার বলা কিছু নেই।’ এমনকি সঠিক কাগজপত্র না থাকা এন নারীকে জড়িয়ে ধরতেও তিনি অস্বীকৃতি জানান।
এ ছাড়া মুসলমানদের নিয়ে সম্প্রতি অ্যানের মন্তব্য, তাঁদের সবাইকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা উচিত। আর যুক্তরাষ্ট্রে মুসলমানদের অভিবাসন দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অ্যান কোল্টার ১০টি সর্বোচ্চ বিক্রীত রাজনৈতিক বইয়ের লেখক। এই মধ্যে দুটি উল্লেখযোগ্য বই হলো, ‘হাউ টু টক টু এ লিবারেল (ইফ ইউ মাস্ট)’, ‘ডোমিনিক: হাউ দ্য লিবারেল ইজ এনডেঞ্জারিং আমেরিকা’। বই দুটির নামই এর ধরন বোঝার জন্য যথেষ্ট। আর আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ে ডোনাল্ট ট্রাম্পকে সমর্থন করছেন অ্যান কোল্টার।